Important Information

General Instruction

  • Keep Silence
  • Bring your pen.
  • Bring your College Identity for reading room facility.
  • Sign on to the Visit Register.
  • Sign on to the Reading Room Register if you intend to use the Reading Room..
  • Maintain decorum of the Library.
  • Use Computer Catalogue (OPAC) for searching documents.
  • Use N- List for E-Resources (https://nlist.inflibnet.ac.in/)

 

লাইব্রেরী নিয়মাবলী

(ছাত্র / ছাত্রীদের প্রতি)

  • লাইব্রেরীতে বই পড়ার জন্য লাইব্রেরী পরিচয়পত্রের প্রয়োজন হয় না।
  • শুধুমাত্র বাড়িতে বই নিয়ে যাওয়ার ক্ষেত্রে লাইব্রেরী পরিচয়পত্র লাগবে।
  • লাইব্রেরীর পরিচয়পত্র তৈরি করার জন্য নিচে দেওয়া লিংকে ক্লিক করে সমস্ত তথ্য দিয়ে ফর্ম সাবমিট করতে হবে।
  • https://forms.gle/VMAxPNTcuV157SSF6
  • ফর্ম সাবমিট করার পর ভেরিফিকেশন স্লিপটি সঙ্গে নিয়ে লাইব্রেরীতে আসতে হবে পরবর্তী প্রক্রিয়ার জন্য।)
  • ভেরিফিকেশন স্লিপের উপরেই লাইব্রেরীর পরিচয়পত্রের বিবরণ দেওয়া থাকবে তাই উক্ত স্লিপটি সযত্নে সংরক্ষণ করতে হবে। (3rd ও 5th  সেমিস্টারের লাইব্রেরী পরিচয়পত্র Renew - র জন্য স্টুডেন্টদের ফিস রশিদের অরজিনালটি সঙ্গে আনতে হবে।)
  • লাইব্রেরী Visit রেজিস্টারে স্বাক্ষর করে লাইব্রেরী পরিচয়পত্র জমা দিয়ে, ব্যাগ   

 যথাস্থানে রেখে বই খুঁজতে হবে।

  • রিডিং রুমে অধ্যয়ন করার আগে রিডিং রুম রেজিস্টারে স্বাক্ষর করতে হবে।
  • লাইব্রেরী পরিচয়পত্রের মাধ্যমে বই বাড়িতে নিয়ে যাওয়ার যেতে পারে। নির্ধারিত সময় ১৫ দিনের মধ্যে বই ফেরত দিতে হবে বা রিনিউ করতে হবে।
  • বই বাড়িতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বইয়ের জন্য রিকুউজিশন স্লিপ ফিলাপ করতে হবে

      এবং রেজিস্টার খাতায় সই করতে হবে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই বই নিয়ে

      যাওয়া যাবে।

  • লাইব্রেরীতে পড়তে আসার ক্ষেত্রে কলেজের যেকোন পরিচয়পত্র জমা দিতে হবে

       এবং তারপর আবার যাবার সময় সেটি সংগ্রহ করে নিয়ে যেতে হবে।

  • লাইব্রেরি চত্বরে নীরবতা বজায় রাখুন।
  • সর্বদা আপনার নিজের কলম আনুন।
  • লাইব্রেরী পরিচয়পত্র তৈরি যেকোন দিনেই করা যাবে ১০:৩০ থেকে ৪ টার মধ্যে।

                                                                                      গ্রন্থাগারিক                                                                                                         

 

                                                                  

News